নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড় ডানার ল্যান্ডফল প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। রাত ঠিক সাড়ে ১১ টা নাগাদ ল্যান্ডফল প্রক্রিয়া চালু হয়েছে। ওড়িশার ভিতরকণিকা ও ধামরার মাঝে ল্যান্ডফল হয়েছে ডানার। আর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হওয়ার পরেই প্রবল বাতাস এবং বৃষ্টি রাজ্যের দিঘায় শুরু হয়েছে। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ার রাজ্য সরকারের কন্ট্রোল রুম থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলেছেন যেহেতু ঘূর্ণিঝড় ডানার ল্যান্ডফল চলছে।