ডানা আসছে! আজ মেট্রো কতক্ষণ চলবে? শেষ মেট্রোর টাইম জানুন

কলকাতাবাসীদের জন্য এই আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
kolkata-metro-line-2_0_1200

নিজস্ব সংবাদদাতা: ডানা আসুক কিন্তু মেট্রো চলবে, জানিয়ে দেওয়া হল মেট্রো কর্তৃপক্ষের তরফে। কলকাতা মেট্রোর তরফে বৃহস্পতিবার দুপুরে একটি বিবৃতিতে জানানো হয় যে অনেকেই বলছেন ঘূর্ণিঝড় ডানার জন্য মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যাবে। কিন্তু এই খবর সম্পূর্ণ ভুল। মেট্রো অন্যদিনের মতোই চলবে। কারণ কলকাতা মেট্রো শহরের অন্যতম সংযোগকারী মাধ্যম।

মেট্রো স্পষ্ট করে জানিয়েছে, রাত ১০.৪০ মিনিট পর্যন্ত মেট্রো পাবেনা যাত্রীরা। দমদম থেকে কবি সুভাষ লাইনে আপ ও ডাউনে এই পরিষেবায় কোনও পরিবর্তন করা হল না এবার। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোও স্বাভাবিকভাবেই চলবে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রোও যথারীতি স্বাভাবিক সময়েই পাবেন। হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা রাত ৮টায় বন্ধ হয়ে যাহবে। জোকা থেকে মাঝেরহাট মেট্রোও নির্দিষ্ট সময় পর্যন্ত পাওয়া যাবে। বাকি রুটগুলিও স্বাভাবিক সময় মেনেই সচল থাকবে।