নিজস্ব সংবাদদাতাঃ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ' আসনা '। ঘূর্ণিঝড় আসনা সম্পর্কে, আইএমডি বিজ্ঞানী ডঃ সোমা সেন রায় বলেছেন, " ঘূর্ণিঝড় আসনা উত্তর-পূর্ব আরব সাগরে অবস্থিত। এই ঝড়টি ১৩-১৫ কিমি/ঘন্টা বেগে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর অবস্থান উত্তর আরব সাগর থেকে উত্তর-পশ্চিম দিকে ধীরে ধীরে সরে যাচ্ছে। ''
আরও জানা গিয়েছে যে, '' এটি খুবই বিরল পরিস্থিতি যে নিম্নচাপটি সমগ্র ভারতীয় উপমহাদেশ অতিক্রম করছে এবং গুজরাট অতিক্রম করে সাগরে গিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। গুজরাটেও এর ফলে সতর্কবার্তা জারি করা হয়েছে। '