বাংলা-ওড়িশায় আবারও একটি ঘূর্ণিঝড়! বৃষ্টিও আসছে

কবে বৃষ্টি হচ্ছে?

author-image
Anusmita Bhattacharya
New Update
Cyclone

নিজস্ব সংবাদদাতা: একটি নিম্নচাপ অক্ষ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে যা পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে। ফলে বাংলা ও ওড়িশার উপকূলে একটি বিপরীত ঘূর্ণি সৃষ্টি হয়েছে। ওই ঘূর্ণিঝড় দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। আজ নিম্নচাপে পরিণত হতে পারে। তারপর সেটি ধীরে ধীরে পশ্চিম দিকে সরে যাবে।

রবিবার ও আগামীকাল সোমবার জগদ্ধাত্রী পুজোর নবমী ও দশমীতে উপকূলীয় জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে বলে জানা গেছে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার দু-এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের জলবায়ু প্রধানত শুষ্ক। সকালে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং-এর পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। বুধবার দুই জেলার সঙ্গে জলপাইগুড়িতেও বৃষ্টি দেখা দিতে পারে। বৃহস্পতিবার থেকে শুধু দার্জিলিং-এর পাহাড়ি এলাকায় বৃষ্টি আসছে।