নিজস্ব সংবাদদাতা: গভীর রাত থেকে একটানা চলছে বৃষ্টি। কখনও মুষলধারে তো কখনও মাঝারি ধরনের। তবে বিরাম নেই এতোটুকুও। আজ সারাদিনই কলকাতা ও শহরতলি এলাকায় এক নাগাড়ে চলবে বৃষ্টি, এমনটায় জানাচ্ছে হাওয়া অফিস।
ঘূর্ণিঝড় ‘ডানা’ বৃহস্পতিবার রাতে ওড়িশার স্থলভাগে আছড়ে পড়েছে। শুক্রবার সকালে তাঁর ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হয়েছে। দক্ষিণবঙ্গে ঝড়ের দাপট থাকলেও সেই ভাবে প্রভাব ফেলতে পারেনি ঘূর্ণিঝড় ‘ডানা’। তবে যেটা হয়েছে, তা হল ভারী বৃষ্টিতে জলমগ্ন শহরের বিস্তৃর্ণ এলাকা। যে এলাকা গুলিতে সচারোচর জল জমে থাকে সেই সকল এলাকাতেই এদিনের ভারী বৃষ্টিতে জল জমেছে। এক কথায় বলতে গেলে, জলের তলায় মুখ ঢেকেছে কল্লোলিনী তিলোত্তমা।
গত ৮ ঘন্টায় অর্থাৎ ভোর ৪টে থেকে দুপুর ১২টা পর্যন্ত কলকাতার কোথায় কত বৃষ্টি হয়েছে সেই তালিকা দিয়েছে আবহাওয়া দফতর। যেখানে দেখা যাচ্ছে, গত ৮ ঘন্টায় যোধপুর পার্কে সর্বাধিক বৃষ্টি হয়েছে, ৭৬ মিলিমিটার। এরপর কামডহরিতে বৃষ্টি হয়েছে ৭৪ মিলিমিটার। কালীঘাটে ৬৫.৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ঠনঠনিয়া কালীবাড়ি এলাকায় হয়েছে ৪০.৮০ মিলিমিটার। বীরপাড়াতে সর্বনিম্ন বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেখানে বৃষ্টিপাতের পরিমাণ ২৮ মিলিমিটার। এবার এক নজরে দেখে নিন সম্পূর্ণ তালিকা –
আশঙ্কা করা হচ্ছে, আজ সারাদিনই বৃষ্টি চলবে। কোথাও কম কোথাও বেশি। ফলে সারাদিনে জলযন্ত্রণার চিত্রটা যে বাড়বে বই কমবে না, তা নিয়ে কোনও সন্দেহ নেই।