নিজস্ব সংবাদদাতা: ডানার সরাসরি প্রভাব না পড়লেও ব্যাপক বৃষ্টিতে নাজেহাল কলকাতা। কলকাতা শহরের সামান্য বৃষ্টিতেই জমেছে জল। ডায়মন্ড হারবার রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, বিধান সরণি থেকে ঠনঠনিয়া কালীবাড়ি সংলগ্ন এলাকা সম্পূর্ণ জলমগ্ন। জল জমায় এই রাস্তাগুলি সকাল থেকেই ধীরগতিতে গাড়ি চলছে। পৌরসভা সূত্রে খবর বেলা বাড়তে ডায়মন্ডহারবার রোড এবং সেন্ট্রাল অ্যাভিনিউয়ে আরো জল বেড়ে গিয়েছে।
সামগ্রিকভাবে রাস্তায় চলতে গিয়ে অসুবিধায় পড়তে হচ্ছে কলকাতাবাসী কে। শুক্রবার সকাল থেকে বৃষ্টির পরিমাণও বেড়েছে, আর তার সাথেই তাল দিয়ে বেড়েছে জল জমার পরিমাণ। আশঙ্কা সারাদিন বৃষ্টি হলে বেড়ে যেতে পারে নাগরিক যন্ত্রণা। একদিকে ডানা ঘূর্ণিঝড়ের প্রভাব অন্যদিকে তীব্র বৃষ্টি সবমিলিয়ে কলকাতা এখন প্রায় জলের তলায়।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টা মেঘলা আকাশ থাকবে এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে উত্তর কলকাতাতে জল জমে অসুবিধা হচ্ছে বেশি। বৃহস্পতিবার থেকে কয়েক ঘন্টার বৃষ্টিতে জল জমে যায় উত্তর এবং দক্ষিণ কলকাতা সল্টলেকের বিস্তীর্ণ এলাকায়। চরম দুর্ভোগের শিকার হতে হয় নাগরিকদের।
এদিকে শুক্রবার সকাল থেকেও একই ছবি। বৃষ্টির জমা জলে বেহাল অবস্থা বেহালার। শকুন্তলা পার্কের কাছে স্যাটেলাইট টাউনশিপে জল জমে রয়েছে। কৈখালীর কাছে নিউ টাউন মুখী ভিআইপি রোড জলমগ্ন। কলকাতা পৌরসভার গেটেও হাঁটু পর্যন্ত জল।
একদিকে যখন বিভিন্ন জায়গায় জমা জল পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন পৌরকর্মীরা। ঠিক সেই সময় কলকাতা পৌর সংস্থার কন্ট্রোল রুমের সামনে জল। এই জল জমা নিয়ে উঠেছে নানান প্রশ্ন।