আপনার সন্তানও কি দূরে থাকে? ভাইরাল নতুন প্রতারণা চক্র! হাত-পা কাঁপবে

নতুন এক ধরণের প্রতারণা চক্র ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। নিজের সন্তানদের সাইবার প্রতারণা থেকে দূরে রাখতে অবশ্যই এখানে ক্লিক করে পুরোটা পড়ুন।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
fraudcyber

নিজস্ব সংবাদদাতা: এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক নতুন ধরণের সাইবার প্রতারণা। জানা গেছে এক চক্র সন্তানদের মা-বাবাদের ফোন করে তাদের এমনভাবে ভয় দেখাচ্ছে যে ওই পরিস্থিতিতে তাদের কাছে দাবি করা টাকা দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকছে না। এমনই এক তথ্য দিয়েছেন এক অভিভাবক। জনৈক ব্যক্তি দাবি করেন যে তিনি পুলিশ স্টেশন থেকে ফোন করছেন। বলা হয় তাঁর মেয়ে দুটি ছেলের সঙ্গে অপরাধে জড়িয়েছে। তাদের থানায় আনা হয়েছে।

Chakshu Portal Launched by Government to Curb Cyber Fraud Committed via  Phone Calls, SMS, and WhatsApp | Udaipur Kiran

এখানেই শেষ নয়। বলা হয়েছে মেয়েটিকে মারধর করা হয়েছে আর তারপরেই ঠিক অভিভাবকের মেয়ের মত গলাতেই কেউ কাঁদছে এমন আওয়াজ শোনানো হয় ফোনে। তিনি হকচকিয়ে যান কিন্তু বুঝতে পারেন এটা একটা চক্র কারণ মেয়েকে তিনি কিছুক্ষণ আগেই বহাল তবিয়তে দেখেছেন। তবে পরে তিনি জানতে পারেন আরো এক অভিভাবক এই চক্রের শিকার হয়েছেন। শুধু তাই নয়, তিনি ছেলেকে বাঁচাতে মোটা টাকা দিয়ে এসেছেন। তবে পরে ওই ব্যক্তি জানতে পারেন যে বা যারা এই চক্র চালাচ্ছে তারা ভয় দেখিয়ে গালাগালি দিয়ে সমস্ত তথ্য হাতিয়ে নিচ্ছে আর তারপরে টাকা দাবি করছে সন্তানকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। এই ফাঁদে পড়বেন না।

More Than 60% Of Cyberfraud Is Originated Through Cellular Phones - Doral  Family Journal

 

Add 1cityaddnew

Addd 3

স