বাংলার মানুষের দ্বারে পৌঁছে যাবেন রাজ্যপাল! বড় ঘোষণা সিভি আনন্দ বোসের

মানুষের সমস্যার কথা জানতে তাঁদের দ্বারে পৌঁছে যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
1686560327_ananda-bose


নিজস্ব সংবাদদাতা: সাংবাদিক সম্মেলন করে পশ্চিমবঙ্গের গভর্নর সিভি আনন্দ বোস বলেছেন, "গভর্নর হিসাবে গত দুই বছর রয়েছি বাংলায়। আমি নবাগত রাজ্যপাল ছিলাম। আমি বাংলার মানুষের কাছ থেকে অনেক স্নেহ পেয়েছি। আমার দ্বারা যা করা হয়েছে তার তুলনা খুব কম ছিল। যা করা যেতে পারে... গণতন্ত্রে, আমি জীবনে যা কিছু অর্জন করেছি তা ভারতের জনগণের কাছেই গুরুত্বপূর্ণ।"

 

অন্যদিকে, রাজ্যের মানুষের কথা শুনতে তাঁদের দ্বারে পৌঁছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যার সঙ্গে অনেকেই রাজ্য সরকারের 'দুয়ারে সরকার' কর্মসূচির আংশিক মিল খুঁজে পাচ্ছেন। যদিও রাজ্যপালের এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে - 'আপনা ভারত, জাগতা বেঙ্গল।'আগামী ২৩ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে দু'বছর পূর্ণ করবেন সি ভি আনন্দ বোস। সেই উপলক্ষে আজ (১ নভেম্বর, ২০২৪) থেকে আগামী একমাসব্যাপী রাজভবনের পক্ষ থেকে 'আপনা ভারত, জাগতা বেঙ্গল' কর্মসূচি পালন করা হবে।