'প্রাক্তন প্রিন্সিপাল ও পুলিশ কমিশনারকে হেফাজতে নেওয়া আবশ্যক'! কেন এই টুইট করেন TMC সাংসদ সুখেন্দু?

এই সাংসদের টুইট ঘিরে শোরগোল।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
Sukhendu-Sekhar-Ray-TMC-MP-Police-summon

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আর জি কর কাণ্ডের পর সিবিআই তদন্তভার নিয়েছে। এর আগে কলকাতা পুলিশ তদন্ত চালাচ্ছিল। 

cbi.jpg

এবার তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় এমন একটি টুইট করেন গতকাল মাঝরাতে জানিয়ে প্রবল চাঞ্চল্য তৈরি হয়।

West Bengal: Trinamool Congress to fight 'solo' not united in 2024 Lok  Sabha elections, says party MP Sukhendu Sekhar Ray

এই সাংসদ সরাসরি পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেফাজতে নেওয়ার দাবি করেছিলেন ওই টুইটে। তিনি লেখেন,  'সিবিআইকে সুষ্ঠুভাবে কাজ করতে হবে। প্রাক্তন প্রিন্সিপাল ও পুলিশ কমিশনারকে হেফাজতে নেওয়া আবশ্যক কে এবং কেন আত্মহত্যার গল্প বানাল তা জানতে। কেন হলের দেওয়াল ভেঙে ফেলা হল, কারা রায়কে এত শক্তিশালী হতে পৃষ্ঠপোষকতা করেছিল, কেন ৩ দিন পরে স্নিফার কুকুর ব্যবহার করা হয়েছিল। তাদের কথা বলাতে হবে'।

11_10_2021-sukhendu_rai_22104492