নিজস্ব সংবাদদাতা: রেশন দুর্নীতির তদন্তে গিয়ে সন্দেশখালি, বনগাঁয় আক্রান্ত হতে হয়েছিল ইডির আধিকারিকদের। এমনকি সন্দেশখালিতে বাদ যাননি সিআরপিএফ জওয়ানরাও। প্রহৃত হতে হয়েছিল তাঁদেরকেও। স্বাভাবিক ভাবেই সেই দৃশ্য মেনে নিতে পারেননি কেউই। তাই ওই ঘটনার সাতদিন পরেই বদলে গেল চিত্র।
কেন্দ্রীয় বাহিনী ধরা দিল তাঁদের নিজেদের ছন্দে। পোশাকেও এসেছে বিরাট বদল। এমনকি সিআরপিএফ জওয়ানদের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখা যায়, আজকে প্রত্যেকের মধ্যে ধরা পড়ছে সেই ছবি। মন্ত্রী সুজিত বসুর বাড়ির সামনে পাহারায় থাকা সিআরপিএফ জওয়ানদের মাথায় দেখা গিয়েছে হেলমেট। গায়ে উঠেছে বডি প্রোটেক্টর শিল্ড। উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবধ চক্রবর্তীর বাড়ির সামনেও দেখা গিয়েছে একই দৃশ্য। অবশ্য তাপস রায়ের বাড়ির সামনে থাকা বাহিনীরা আগের পোশাকেই রয়েছেন। শুধু তাঁদের সাথে এক্সট্রা যুক্ত হয়েছে লাঠি। আজকে সিআরপিএফদের ভূমিকাতেও রয়েছে কঠোরতা, ফলে স্বাভাবিক ভাবেই নিরাপত্তা রয়েছে আঁটোসাঁটো।
/anm-bengali/media/media_files/RkYkev1UDxBIJrR0tiHb.png)