দশমী তো কী ঠাকুর দেখা চলবে! রাত ১০টায়ও ঠাসাঠাসি ভিড়

সপ্তমী, অষ্টমী বা নবমীতে সব শেষে মায়ের বিদায় পালা। কিন্তু শহর কলকাতা বলছে অন্য কথা। ভিড় প্রমাণ দিচ্ছে পুজোর ঘোর কাটেনি। জানুন সেই চিত্রটা।

author-image
Anusmita Bhattacharya
New Update
ramsantosh

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আজ দশমী।আক্ষরিক অর্থে আজ দুর্গাপুজোর শেষ দিন। কিন্তু শহর কলকাতা সেটা মানতে নারাজ। তাই তো আজও জমিয়ে চলছে অসংখ্য মানুষের ঠাকুর দেখার পর্ব। সেটা সন্তোষ মিত্র স্কোয়ার হোক বা সুরুচি সংঘ কিংবা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব- চিত্রটা এক। রাত ১০টায়ও ঠাসাঠাসি ভিড় মণ্ডপে মণ্ডপে। সপ্তমী, অষ্টমী বা নবমীতে তো ভিড় হবেই কিন্তু দশমীতেও প্যান্ডেলে এত জনজয়ার উল্লেখের দাবি রাখে।

hiring.jpg