নিজস্ব সংবাদদাতা: ফসল বীমা করেছেন? আপনার ফসলের জন্য জরুরি এই বীমা। কিভাবে করতে হয়?
জমির ফসলের জন্য করে ফেলুন ‘বাংলার শস্য বীমা’।
এ ক্ষেত্রে কোনওরকম প্রিমিয়াম কৃষকদের দেওয়ার দরকার পড়বে না কারণ পুরো প্রিমিয়াম রাজ্য সরকার দেবে। এক্ষেত্রে শুধু শস্য বীমা প্রকল্পের ফর্মটি ডাউনলোড করে নিন। ফর্মে কৃষকের নাম ও ঠিকানা লিখে জমির কাগজ, ভোটার কার্ড ও আধার কার্ড ও ব্যাংকের পাসবুক জমা দিয়ে, কত টাকার ফসল নষ্ট বা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাও উল্লেখ করে দিন।