নিজস্ব সংবাদদাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এবার বড় ভূমিকা নিল সিপিআইএম। দলের পর্যালোচনা দলিলে ভুলের উল্লেখ করা হয়েছে। বাংলার একের পর এক নির্বাচনে ভরা ডুবির কারণ নিয়ে সিপিএম কাটাছেঁড়া করতেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আলোচনা শুরু।
সিপিএম-এর কেন্দ্রীয় কমিটি ও রাজ্য কমিটির প্রাথমিক পর্যালোচনা রিপোর্টে লেখা হয়েছে যে জনগণ বিশেষ করে মহিলাদের মধ্যে তৃণমূলের প্রতি সমর্থন রয়ে যাওয়ার একটি বিষয় হল লক্ষ্মীর ভাণ্ডারের মতো কিছু প্রকল্প ও কল্যাণমূলক ব্যবস্থার উপস্থিতি। দলের কিছু ইউনিট ও কর্মীদের মধ্যে ভ্রান্ত দৃষ্টিভঙ্গি থেকে এইসব প্রকল্পকে উৎকোচ বলার প্রবণতা রয়েছে যা গরিব মানুষের থেকে এই দলকে বিচ্ছিন্ন করছে।