নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার অর্থাৎ আজ জানা গিয়েছে, অডিও ক্লিপ মামলায় কলকাতা হাইকোর্টে জামিন পেলেন সিপিএম নেতা কলতান দাশগুপ্ত। গত শনিবার তাঁকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ। বুধবার হাইকোর্টে এই মামলার শুনানিতে একাধিক প্রশ্ন ওঠে। কন্ঠস্বর আদৌ কলতানের কিনা, তা কীভাবে প্রমাণিত হল, সেই প্রশ্ন তোলেন হাইকোর্টের বিচারপতি। প্রশ্ন ওঠে, অডিও ক্লিপ-কাণ্ডে গ্রেফতারির আগেই কীভাবে তা একজন রাজনৈতিক নেতার কাছে চলে গেল? এবার সেই মামলায় বাম নেতাকে জামিন দিল আদালত।
বৃহস্পতিবার অর্থাৎ আজ দুপুরে মামলার শুনানি শেষ হয়। সন্ধ্যায় রায় দেয় হাইকোর্ট। ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে কলতানকে জামিন দেওয়া হয়েছে। সেই সঙ্গে দেওয়া হয়েছে রক্ষাকবচও। অর্থাৎ আদালতের অনুমতি ছাড়া গ্রেফতার করা যাবে না কলতানকে। গত শনিবার বিধাননগর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।
গত শুক্রবার তৃণমূল নেতা কুণাল ঘোষ একটি অডিও প্রকাশ করে। সেখানে দুটি কন্ঠস্বর শোনা যায়। একদিকের ব্যক্তিকে ‘স’ ও আর এক দিকের ব্যক্তিকে ‘ক’ বলে উল্লেখ করেন তৃণমূল নেতা। অডিও প্রকাশ হওয়ার পরই পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। তার ভিত্তিতে পুলিশ দুজনকে গ্রেফতার করে। কলতান ছাড়া সঞ্জীব নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
হাইকোর্টে কলতানের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রশ্ন তোলেন, কে কল রেকর্ড করল? ফোন কি তবে ট্যাপ করা হয়েছে?