BREAKING: প্রার্থী তালিকা দিল বাম! চমক দীপ্সিতা, সায়ন, সৃজন

১৬ টি আসনে প্রার্থী তালিকা দিল বামফ্রন্ট। আংশিক তালিকা প্রকাশ করা হল আজ।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
cpim katwa.jpg

নিজস্ব সংবাদদাতা: বামেদের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ১৬ টি আসনের তালিকা দিল বামফ্রন্ট। ১৪ জন নতুন মুখ। দেখুন প্রার্থী তালিকা। 

কোচবিহার: নীতিশ চন্দ্র রায় (AIFB)
জলপাইগুড়ি: দেবরাজ বর্মন (CPIM)
বালুরঘাট: জয়দেব সিদ্ধান্ত (RSP)
কৃষ্ণনগর: এস এম শাদি (CPIM)
দমদম: সুজন চক্রবর্তী (CPIM) 
যাদবপুর: সৃজন ভট্টাচার্য (CPIM)
হাওড়া: সব্যসাচী চ্যাটার্জি (CPIM)
শ্রীরামপুর: দীপ্সিতা ধর (CPIM)
হুগলি: মনোদীপ ঘোষ (CPIM)
তমলুক: সায়ন ব্যানার্জি (CPIM)
কলকাতা দক্ষিণ: সায়রা শাহ হালিম (CPIM)
মেদিনীপুর: বিপ্লব দত্ত (CPIM)
বাঁকুড়া: নীলাঞ্জন দাশগুপ্ত (CPIM)
বিষ্ণুপুর: শীতল কৈবর্ত (CPIM)
বর্ধমান পূর্ব: নীরব খান (CPIM)
আসানসোল: জাহানারা খান (CPIM)

Add 1

cityaddnewস

স