কয়লা, গরু পাচার! অভিষেককে স্নান করতে হবে জোয়ারের জলে! কটাক্ষ সিপিএমের

কয়লা, গরু পাচার মামলায় ইতিমধ্যেই অভিযোগ উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবার এই নিয়ে সিপিএম কটাক্ষ করল অভিষেককে। সেলিম করলেন বড় দাবি।

author-image
Anusmita Bhattacharya
New Update
abhishek adhir

নিজস্ব সংবাদদাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ‘নব জোয়ার’ কর্মসূচির জন্য আগামী ২ মাসে নির্বাচন হবে না বলে অনুমান। এরই মাঝে অভিষেকের ‘নবজোয়ার’ কর্মসূচিকে চরম কটাক্ষ করলেন সিপিআইএমের (CPIM) রাজ্য সম্পাদক (State Secretary) মহম্মদ সেলিম (Mohammed Salim)। “সাধারণত শরীরে নোংরা হলে স্নান করলে চলে যায়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জোয়ারের জল লাগবে। তা না হলে অভিষেকের কয়লা (Coal Scam), গরু পাচারের (Cow Smuggling) অভিযোগ থেকে মুক্তি হবে না”, দাবি সেলিমের। উত্তরবঙ্গ তৃণমূলকে ভাসিয়ে নিয়ে যাবে বলে দাবি করলেন তিনি।