নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণের ঘটনা নিয়ে সিপিএমের সাধারণ সম্পাদক ডি রাজা বলেন, "কলকাতায় যা ঘটেছে তা জঘন্য অপরাধ। এখন আন্দোলন অব্যাহত রয়েছে। শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গেই নয়, আন্দোলন চলছে গোটা দেশেই। শুধু চিকিৎসক সমাজ, চিকিৎসক ও নার্সরাই নন, অন্যান্য নারী সংগঠনও এই প্রতিবাদে সামিল হচ্ছেন। তাই এখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে জনগণকে বোঝাতে হবে যে সরকার কীভাবে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। চিকিৎসক ও অন্যান্য চিকিৎসা কর্মীদের দাবি মেনে নেওয়ার কথা সরকার কীভাবে বিবেচনা করছে? পশ্চিমবঙ্গ সরকারের দোষারোপের খেলায় জড়ানো উচিত নয়। ওঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) দোষারোপের খেলা বন্ধ করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং আইনশৃঙ্খলার দায়িত্ব রাজ্য সরকারের। বিরোধীদের দোষারোপ করার পরিবর্তে, দোষারোপের খেলায় না জড়িয়ে তাঁর উচিত সততার সঙ্গে চিকিৎসকদের জানানো, বাংলার মানুষকে বলতে হবে যে তাঁদের সরকার কী করছে এবং কী করতে চলেছে। মানুষ এটাই চায়। তবে তিনি রাজনৈতিককরণ করছেন এবং অন্যকে দোষারোপ করার চেষ্টা করছেন এবং ডাক্তার এবং চিকিৎসা কর্মীদের দ্বারা প্রকাশিত প্রকৃত উদ্বেগের সমাধান করছেন না।"
#WATCH | RG Kar Medical College and Hospital rape case | CPI (M) General Secretary D Raja says, "What has happened in Kolkata is a heinous crime. Now the agitation continues. Not only in Kolkata and West Bengal, the agitation is there across the country. Not only the medical… pic.twitter.com/bBHSecZUl8