নিজস্ব সংবাদদাতা: আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2025)। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩। চলতি বছর ছাত্রীর সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি। পরীক্ষা দিতে যাওয়ার সময় আর ফেরার সময় ব্যবস্থা হয়েছে স্পেশাল বাসের। সোমবার কলকাতার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে ঘুরে দেখেন সিপি। পরীক্ষার্থীদের ফুল-চকোলেট বিলি করে কলকাতা পুলিশ।