গরুপাচার মামলাঃ সুপ্রিম দুয়ারে অন্তর্বর্তী রক্ষাকবচ পেলেন আব্দুল লতিফ

গরুপাচার মামলায় (Cow Smuggling Case) অন্যতম অভিযুক্ত আব্দুল লতিফের (Abdul Latif) সাময়িক স্বস্তি সুপ্রিম কোর্টে (Supreme Court)। সোমবার শীর্ষ আদালতে আব্দুল লতিফের মামলার শুনানি ছিল।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
নবভ

নিজস্ব সংবাদদাতাঃ গরুপাচার মামলায় (Cow Smuggling Case) অন্যতম অভিযুক্ত আব্দুল লতিফের (Abdul Latif) সাময়িক স্বস্তি সুপ্রিম কোর্টে (Supreme Court)। সোমবার শীর্ষ আদালতে আব্দুল লতিফের মামলার শুনানি ছিল। এর আগে আসানসোলের বিশেষ সিবিআই আদালত লতিফের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। নিম্ন আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আব্দুল লতিফ। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে সেই আবেদনের শুনানি হয়। শীর্ষ আদালত লতিফকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছে। আপাতত তাঁকে গ্রেফতার করতে পারবে না সিবিআই (CBI)। তবে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এর মধ্যে আব্দুল লতিফকে সিবিআই অফিসে হাজিরা দিতে হবে এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসারদের জিজ্ঞাসাবাদ পর্বে সহযোগিতা করতে হবে। এক সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।