নিজস্ব সংবাদদাতা: রাজ্যে বকেয়া মহার্ঘ্য ভাতাকে (DA Protest) কেন্দ্র করে চলছে সরকারি কর্মীদের (Govt Employee) আন্দোলন। রাজ্য এবং আন্দোলনকারীদের মধ্যে বিরোধ-সংঘাত চলছে। সেই সংঘাতের আঁচ পৌঁছেছে কলকাতা হাইকোর্টেও (High Court)। আজ সেই নিয়ে আন্দোলনকারীদের মিছিলকে কেন্দ্র করে অনুমতি দিল হাইকোর্ট। "জনবহুল এলাকা, সাধারণ মানুষের অসুবিধা হবে", পাল্টা সওয়াল করল রাজ্য সরকার (State Govt)। "যে বিধিনিষেধের কথা আপনারা বলছেন সেটা রাজ্যের শাসকদলের ক্ষেত্রেও প্রযোজ্য তো? রেড রোড (Red Road) বন্ধ করে যখন কর্মসূচি হয়, মিছিল হয় তখন পুলিশের (Police) অসুবিধা হয় না?" প্রশ্ন করলো আদালত।