নিজস্ব সংবাদদাতা: কুণাল ঘোষের আবেদনে মিলল সাড়া। শুভেন্দুর বিরুদ্ধে কাঁথি পুরসভা নিয়ে সারদাকর্তা সুদীপ্ত সেনের লেখা চিঠি সিবিআইকে তদন্তের জন্য পাঠানোর নির্দেশ দিল আদালত।
সারদাকর্তা অভিযোগ করেন, বহুতল নির্মাণের জন্য কাঁথি পুরসভায় ৫০ লক্ষ টাকা জমা করেছিলেন তিনি। লক্ষ-লক্ষ টাকা খরচ করে লেবার হাটও বানান। তবু বহুতলের প্ল্যান পাশ করাননি শুভেন্দু। সারদাকর্তার আরও দাবি ছিল যে আগেও ৯০ লক্ষ টাকা নিয়েছিলেন শুভেন্দু। কাঁথি পুরসভায় টাকা জমা করেছিলেন তিনি। পরবর্তীতে নিম্ন আদালতে হাজিরা দিতে গিয়ে শুভেন্দু অধিকারীকে কাঠগড়ায় তুলে মুখ খুলেছেন সুদীপ্ত সেন। প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে প্রিজনার্স পিটিশনে তিনি ওয়েলফেয়ার অফিসারের মাধ্যমে চিঠি দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কীভাবে, কত টাকা আদায় করেছেন, তার বিস্তারিত উল্লেখ করেন। সিএমএম এজলাসে সারদাকর্তার লেখা চিঠির উপর তদন্তের দাবিতে পিটিশন দাখিল করেন কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী।