ডিএ : মমতা-অভিষেকের বাড়ির রাস্তায় মিছিল! তিন শর্তে অনুমতি দিল আদালত

বিচারপতি রাজাশেখর মান্থা তিন শর্তে দিলেন ডিএ মিছিলের অনুমতি। হাজরা, দমকল কেন্দ্র থেকে মিছিল শুরু হয়ে হরিশ মুখার্জি রোড ধরে ডি এন রোড হয়ে আশুতোষ মুখার্জি রোড দিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড হয়ে হাজরা মোড়ে শেষ হবে।

author-image
Pallabi Sanyal
New Update
KOLKATA HC

কলকাতা হাইকোর্ট

নিজস্ব সংবাদদাতা : হকের ডিএ-র দাবিতে এবার মিছিল হতে চলেছে হরিশ মুখার্জি স্ট্রিটের ওপর দিয়ে। একদিকে যেমন ওই রাস্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও বাড়ি। স্পর্শকাতর এলাকা বলে মিছিলে পুলিশের সায় না থাকলেও শেষ পর্যন্ত মিললো আদালতের অনুমতি। মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন জানান ডিএ আন্দোলনকারীরা। বিচারপতি রাজাশেখর মান্থা তিন শর্তে দিলেন মিছিলের অনুমতি। মিছিলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বার্তা দিয়ে বিচারপতি নির্দেশ দিয়েছেন, মিছিল থেকে বলা যাবে না কোনো কু-কথা, শান্তিপূর্ণভাবে মিছিল করতে হবে, দুপুর ২ টো থেকে বিকেল ৫ টার বদলে মিছিল করতে হবে দুপুর ১ টা থেকে বিকেল ৪টের মধ্যে।  হাজরা, দমকল কেন্দ্র থেকে মিছিল শুরু হয়ে হরিশ মুখার্জি রোড ধরে ডি এন রোড হয়ে আশুতোষ মুখার্জি রোড দিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড হয়ে হাজরা মোড়ে শেষ হবে। পুলিশ আন্দোলনকারীদের তিনটি বিকল্প রুট দিয়ে মিছিল করার কথা বললেও তাতে রাজি হননি তারা। তারা হরিশ মুখার্জি স্ট্রিটের ওপর দিয়েই মিছিল করতে চেয়েছিলেন। আদালত তাতে গ্রিন সিগন্যাল দেখালেও আরোপ করেছে তিন শর্ত।