নিজস্ব সংবাদদাতা: বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ উঠলো এবার। গ্রেফতার তৃণমূল কাউন্সিলরের ছেলে। এক পথচারী মহিলাকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ এর জন্যে গ্রেফতার করে ৯৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের ছেলে শুদ্ধসত্ত্ব বন্দ্যোপাধ্যায়কে।
ঘটনাটি ঘটে রবীন্দ্র সরোবরের কাছে গোলপার্ক এলাকায়। সেখানে শুদ্ধসত্ত্ব বন্দ্যোপাধ্যায় বিবেকানন্দ উদ্যানের সামনে রাস্তায় বেপরোয়া গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ। জানা যাচ্ছে, এক জন বয়স্ক মহিলা রাস্তা পার হচ্ছিলেন সেই সময়ই। কিন্তু তা দেখা সত্ত্বেও ঝড়ের গতিতে গাড়ি চালিয়ে আসছিলেন শুদ্ধসত্ত্ব। ওই প্রৌঢ়া কি করবেন বুঝতে না বুঝতেই গাড়িতে ধাক্কা খেয়ে সেখানেই লুটিয়ে পড়েন। বিষয়টি দেখতে পায় রবীন্দ্র সরোবর থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা। তৃণমূল কাউন্সিলরের ছেলেকে গ্রেফতার করে পুলিশ। তাঁর গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়।
জানা যাচ্ছে, গাড়িটি কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের। তাঁর গাড়ি চালাচ্ছিলেন তাঁরই ছেলে। গাড়ির সামনে রয়েছে 'মেয়র ইন কাউন্সিল'-এর বোর্ড। গাড়িতে কাউন্সিলরের দুই ছেলেই ছিলেন বলে জানা গিয়েছে। তবে জানা যায়, এই ঘটনার পরই গাড়ি থামিয়ে কাউন্সিলরের দুই পুত্রই বেরিয়ে এসেছিলেন। প্রৌঢ়াকে উদ্ধার করে তারায় হাসপাতালে পৌঁছে দেন এবং সেখানে তাঁকে ভর্তি করানো হয়। তাঁর যাবতীয় চিকিৎসা খরচা দিয়েছেন তারাই। তবে এরপরই কনিষ্ঠ পুত্রকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানতে পেরেছে, ওই প্রৌঢ়ার নাম তারা সাহা। তিনি হালতুর বাসিন্দা।
প্রৌঢ়াকে ধাক্কা মারার অভিযোগে শুদ্ধসত্ত্বের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৮১, ১২৫বি, ৩২৪ (৪) ধারায় মামলা রুজু করা হয়েছিল। তবে প্রত্যেকটিই ছিল জামিনযোগ্য ধারা। ফলে বিকেলের মধ্যে থানা থেকেই জামিন পেয়ে যান ‘মিতালি’ পুত্র।