নিজস্ব সংবাদদাতা: বড়বাজারের কটন স্ট্রিটের শাড়ির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শুক্রবার দুপুরে। ঘটনায় দমকলের চারটে ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘিঞ্জি এলাকায় দ্রুত এই আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করেন স্থানীয়রা। ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় বিজেপি কাউন্সিলর। তিনি বলেন, এই এলাকায় পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই।