কাউন্সিলরের মৃত্যু হত্যা না আত্মহত্যা? দেহর কাছ থেকে পাওয়া চিঠিই বলে দিল

সুইসাইড নোটে চার জনের নাম লেখা রয়েছে বলে জানা গিয়েছে। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
vice-Chairman-commits-suicide

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে বাড়ছে জল্পনা। গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেন, বলে প্রাথমিক অনুমান পুলিশের। কিন্তু কি কারণে আত্মহত্যা করলেন ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়? মৃতদেহের পাশ থেকে আড়াই পাতার একটি সুইসাইড নোট পেয়েছে পুলিশ। সুইসাইড নোটে চার জনের নাম লেখা রয়েছে বলে জানা গিয়েছে। 

জানা গিয়েছে, গত ২ দিন ধরে কোনও খোঁজ ছিল না তৃণমূল নেতার। পরিবারের লোক তাঁর খোঁজ করছিলেন। অবশেষে শুক্রবার রাতে বাড়ি ফেরেন তিনি। মোবাইল রেখে বেরিয়ে যান। রাতে আবার বাড়ি ফেরেন। শনিবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়। গলায় দড়ি ফাঁস দেওয়া অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নোয়াপাড়া থানার পুলিশ। 

Satyajit-councilor

সুইসাইড নোট নিয়ে স্পষ্ট করে কিছু না বললেও মৃত ভাইস চেয়ারম্যানের ছেলে সার্থক বন্দ্যোপাধ্যায় বলেন, “কয়েকজনের নাম লিখে রেখে গিয়েছেন বাবা। তাঁদের মধ্যে মহিলা ও পুরুষ রয়েছেন। তারা বাবার উপর মানসিক চাপ দিতেন। টাকা পয়সা এসব নিয়ে। তাঁদের বিরুদ্ধে তদন্ত নিশ্চয় হবে। এটুকু বলতে পারি, কয়েকজন বাবার এই পরিণতির জন্য দায়ী”। 

bfhjhkl