নিজস্ব সংবাদদাতাঃ দেশ জুড়ে আজ আরজি করে তরুণী ডাক্তারকে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে। আজ রাতের বেলা ফের একবার জুনিয়র ডাক্তাররা একজোট হবেন। তারা আজ মোমবাতি হাতে প্রতিবাদ মিছিলে সমবেত হবেন।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, গতকাল রাতে জুনিয়র ডাক্তাররা তরুণীকে হত্যার ঘটনায় প্রতিবাদ জানাতে সারা শহরের লাইট অফ করে মোমবাতি জ্বালায়।
এই নক্কারজনক ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষ থেকে নেতামন্ত্রী সকলেই ধিক্কার জানিয়েছেন। এই আবহে অমিত মালব্য একটি ভিডিও তার এক্স বার্তায় পোস্ট করেছেন।
Last night, West Bengal erupted in #JusticeForRGKar protest with Dwijendralal Ray’s patriotic classic, ‘Dhana Dhanyo Pushpe Bhora’:
— Amit Malviya (@amitmalviya) September 5, 2024
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
ও সে, সকল দেশের রাণী, সে যে আমার জন্মভূমি,
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।
[You will not find… pic.twitter.com/2TGEXEtHhb
তবে তার এই পোস্টের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি জানিয়েছেন যে, '' সে আমার মূর্খ মালব্য! বাংলাদেশ নিয়ে তো আপনাদের খুব আপত্তি! যখন তৃণমূল কংগ্রেস জয় বাংলা কিংবা খেলা হবে স্লোগান দেয়, আপনারা বলেন এগুলো বাংলাদেশ থেকে ধার করা স্লোগান! অথচ বাংলাদেশের ভিডিও আপনি পশ্চিমবঙ্গের বলে চালিয়ে দিলেন? ক্রস চেক না করেই? কোন স্তরে নির্লজ্জ আপনি? এই নিন অরিজিনাল ভিডিও https://youtu.be/5_EgJMbXMaY?si=SeQ0KWhKX6To1doT ''সে আমার মূর্খ মালব্য!
— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) September 5, 2024
বাংলাদেশ নিয়ে তো আপনাদের খুব আপত্তি! যখন তৃণমূল কংগ্রেস জয় বাংলা কিংবা খেলা হবে স্লোগান দেয়, আপনারা বলেন এগুলো বাংলাদেশ থেকে ধার করা স্লোগান!
অথচ বাংলাদেশের ভিডিও আপনি পশ্চিমবঙ্গের বলে চালিয়ে দিলেন? ক্রস চেক না করেই? কোন স্তরে নির্লজ্জ আপনি?
এই নিন… https://t.co/h1vPDvriE4
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, আরজি করের ঘটনায় এই মুহূর্তে সিবিআইয়ের হেফাজতে আছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তার সাথেই সিবিআইয়ের হেফাজতে আছেন আরও তিনজন। আরজি কর কাণ্ডের দৌলতে এবার সামনে এসেছে হাসপাতালের মধ্যে ঘটে চলা নানা দুর্নীতির তথ্য। বেআইনি ওষুধ বিক্রি থেকে শুরু করে মর্গে শবদেহের বেআইনি লেনদেনসহ একাধিক আর্থিক দুর্নীতির তথ্য।
এ ক্ষেত্রে আরও উল্লেখ্য যে, রাজ্য বিধানসভায় কয়েকদিন আগেই পেশ হয়েছে ধর্ষণ বিরোধী বিল। এই বিলকে স্বাগত জানিয়েছে রাজ্যের সব রাজনৈতিক দলগুলিই।