নতুন জেলা সভাপতির নাম ঘোষণা হতেই কোন্দল বিজেপির অন্দরমহলে

নতুন জেলা সভাপতির নাম ঘোষণা হতেই ফের প্রকাশ্যে বিজেপির কোন্দল।

author-image
Jaita Chowdhury
New Update
gxcgxdf

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা:  নতুন জেলা সভাপতির নাম ঘোষণা হতেই ফের প্রকাশ্যে বিজেপির (Bjp) কোন্দল। বসিরহাট সাংগঠনিক জেলার নতুন বিজেপি সভাপতিকে নিয়ে ক্ষোভ। গতকাল বিক্ষোভের পর আজ দুর্নীতির অভিযোগে পোস্টার। নতুন বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে পড়ল পোস্টার। বাদুড়িয়ায় বিজেপি পার্টি অফিসে পোস্টার। তাপস ঘোষকে সরিয়ে নতুন জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য।

BJP