নিজস্ব সংবাদদাতাঃ নিট পরীক্ষায় বেনিয়মের অভিযোগ তোলপাড় গোটা দেশ। এসবের মধ্যে আবার বাতিল হয়েছে জুন মাসের ইউজিসি-নেট পরীক্ষা। জোড়া পরীক্ষা ইস্যুকে হাতিয়ার করে এবার অধীররঞ্জন চৌধুরীর নেতৃত্বে কলকাতার রাজপথে প্রতিবাদে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। জানা গিয়েছে, মৌলালিতে অধীর চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ দেখান কংগ্রেসের নেতা-কর্মীরা। কংগ্রেসের দাবি, "অসঙ্গতিপূর্ণ নিট পরীক্ষা বাতিল করে করে পুনরায় পরীক্ষা নিতে হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির চেয়ারম্যান প্রদীপকুমার জোশীকে পদত্যাগ করতে হবে।" এছাড়া, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল দাহ করে প্রতিবাদ দেখান কংগ্রেস কর্মীরা।