মুহুর্মুহু হিংসা! নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন বাংলার সাংসদ

আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন হবে। আগামী ১১ জুলাই ভোটগণনা হবে। যদিও পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই রীতিমতো দফায় দফায় অশান্ত হয়ে উঠেছে বাংলা। ঝরেছে রক্ত।

author-image
SWETA MITRA
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই পশ্চিমবঙ্গে প্রতিদিনই হিংসার খবর প্রকাশ্যে আসছে। কোথাও বোমা পড়ছে আবার কোথাও বা একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে রাজনৈতিক দলগুলি। আবার কারোর মাথা ফাটছে, কেউ গুলি খাচ্ছে, এক কথায় নতুন করে অশান্ত হয়ে উঠেছে বাংলা। এহেন অবস্থায় এবার রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। জানা গিয়েছে, আজ মঙ্গলবার কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি লিখে রাজ্যের চরম খারাপ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

 

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) রণডঙ্কা বেজে গিয়েছে। আগামী ৮ জুলাই হতে চলেছে পঞ্চায়েত ভোট। এদিকে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আজ মঙ্গলবার সর্বদলীয় বৈঠক করবে রাজ্য নির্বাচন কমিশন। 

 

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে। আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন হবে। আগামী ১১ জুলাই ভোটগণনা হবে। যদিও পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই রীতিমতো দফায় দফায় অশান্ত হয়ে উঠেছে বাংলা। ঝরেছে রক্ত। এদিকে সম্প্রতি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে এক কংগ্রেস কর্মী নিহত হয়েছে। এদিকে এই ঘটনার পরেই এবং হিংসার বিভিন্ন খবর সামনে আসার পরেই রাজ্য নির্বাচন কমিশনার রবিবার পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নের ভিডিওগ্রাফি করার নির্দেশ দিয়েছেন।

 

রাজ্য নির্বাচন কমিশনার এক বিবৃতিতে বলেছেন, "মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়ায় চলমান সহিংসতার কথা বিবেচনা করে রাজ্য নির্বাচন কমিশনার ৮ জুলাই অনুষ্ঠেয় পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের অবাধ ও সুষ্ঠু প্রক্রিয়ার জন্য মনোনয়ন পত্র পূরণ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করার নির্দেশ দিয়েছেন।“

 

শুধু তাই নয়, আগামী ৮ জুলাই অনুষ্ঠেয় পঞ্চায়েত নির্বাচনকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে একটি অগ্নিপরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। আগামী ১১ জুলাই নির্বাচনের ফল ঘোষণা করা হবে।

 পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনার জন্য ১৩ জুন সর্বদলীয় বৈঠক ডেকেছে রাজ্য নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী শনিবার অভিযোগ করেছেন যে তৃণমূল কংগ্রেস (টিএমসি) সরকার পঞ্চায়েত নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ভয়ের পরিবেশ তৈরি করছে।

 

কংগ্রেস নেতা বলেছেন যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত না হওয়ার তাদের আশঙ্কা সত্য হচ্ছে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, "আমাদের আশঙ্কা সত্য প্রমাণিত হচ্ছে। বাংলায় ক্ষমতাসীন দল গুন্ডামি করছে এবং ভয়ের পরিবেশ তৈরি করতে প্রশাসনকে ব্যবহার করছে। পরিকল্পিতভাবে বিরোধী দলকে ভয় দেখানো হচ্ছে। তৃণমূল চায় না মুর্শিদাবাদের নির্বাচন শান্তিপূর্ণভাবে হোক।“ এর আগে গত ৮ জুন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা আরও জানিয়েছিলেন, "আদর্শ আচরণবিধি ইতিমধ্যেই কার্যকর হয়েছে।“