বাজার থেকে কিনে আনা তেঁতুলের মধ্যে ব্যবহৃত কন্ডোম! ছবি পোস্ট করলেন ক্রেতা

অবাক করা কাণ্ড।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
tamarind

নিজস্ব সংবাদদাতা: একটি পোস্ট তোলপাড় ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। এক মহিলা স্থানীয় এক বাজার থেকে তেঁতুল কিনে এনেছেন। রান্না করার আগে ভাগ্যিস সেটা খুলে দেখলেন, তা না হলে হয়তো নির্ঘাত হাসপাতালের কড়া নাড়তে হতো তাদের। 

What is Tamarind (and How to Make Tamarind Juice)

কস্তুরী চ্যাটার্জি ফেসবুকে লেখেন, "আমার জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা!!!!!!! আমার মা স্থানীয় বাজার থেকে চাটনি তৈরির জন্য তেঁতুল কিনেছিলেন। আর ঈশ্বরের কৃপায় রান্না করার আগে তিনি পরীক্ষা করে দেখেছিলেন। একটি কন্ডোম!!!! বাজার থেকে কিনে আনা তেঁতুল, মেইন জিনিষ টা আমাদের ভাগ্য তে পড়েছে, আরো যারা কিনেছে, তারা এই ভেজাল খেয়ে অসুস্থ হবেন। Beware of what you're buying!!"

 

স্বাভাবিকভাবেই সামাজিক সচেতনতার উদ্দেশ্যে তিনি এই পোস্ট করেছেন। তবে কমেন্ট বক্সে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন যে মানুষ প্রতিদিন কি খাচ্ছে কে জানে। ঘটনাটি ঘটেছে চক্রবেড়িয়া বাস স্ট্যান্ডের কাছে।