নিজস্ব সংবাদদাতা: রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দ্রুত করতে হবে, এই মর্মে এবার কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয় বলে জানা গিয়েছে।
২০১৩ সাল থেকে রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রয়েছে। অভিযোগ উঠেছিল, নির্বাচন না করে শাসক দল তৃণমূল নিজেদের আধিপত্য বজায় রাখছে। এই প্রসঙ্গে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। বৃহস্পতিবার সেই মামলাতেই রাজ্যের আবেদন খারিজ করে দ্রুত নির্বাচন করার নির্দেশ দিল আদালত।
আদালত সূত্রের খবর, রাজ্য সরকারের তরফ থেকে তিন মাস সময় চাওয়া হয়েছিল। কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, তিন মাস নয়, তিন সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে জানাতে হবে, কবে এবং কীভাবে ছাত্র সংসদ নির্বাচন করা হবে।
/anm-bengali/media/media_files/BitTBNLpDZw5peHPSrBn.jpg)
এই বিষয়ে এদিন আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, নির্বাচনের অনিয়ম ছাত্রদের মধ্যে ক্ষোভের জন্ম দিচ্ছে। প্রধান বিচারপতি স্পষ্ট ভাষায় এদিন বলেন, “প্রতিবার এই ধরনের মামলায় রাজ্য সময় চেয়ে নেয়। তারপর ভোটার লিস্ট প্রস্তুত হলে ফের আদালতে আসে। এবার আপনাদের একটি নির্দিষ্ট অবস্থান নিতে হবে। জানাতে হবে, কবে নির্বাচন হবে”।
এদিন রাজ্যের আইনজীবী তিন মাস সময় চেয়েছিলেন, তখন আদালত সেই আবেদন খারিজ করে স্পষ্ট জানিয়ে দেয়, তিন সপ্তাহের মধ্যে নির্দিষ্ট পরিকল্পনার কথা জানাতেই হবে রাজ্য সরকারকে।