নিজস্ব সংবাদদাতা: কলকাতার রাস্তায় ধস (Landslide in Kolkata Road)। রডন স্ট্রিট ও ময়রা স্ট্রিটের ক্রসিংয়ে ধসে গেল রাস্তা। ধসের জেরে রাস্তার একটি অংশে গভীর গর্ত তৈরি হয়েছে। অভিযোগ, দিন দশেক আগে ওই রাস্তায় ধস নামলেও, শুরু হয়নি মেরামতির কাজ। গর্তের অংশে লোহার পাত চাপা দিয়ে রাখা হয় দিনের বেলায়। আপাতত, এই অবস্থাতেই চলছে যান চলাচল।
স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, মঙ্গলবার রাতে হয়েছে। আজ শুক্রবার। ওই রাস্তাটি রক্ষণাবেক্ষণ করে ড্রেনেজ বিভাগ। যার এক্সিকিউটিভ উৎপলেন্দু চক্রবর্তী। বুধবার সকালে আমরা খবর দিই। ড্রেনেজ এসে ওটা ঘিরে রেখেছে। আমরা অনুমতি পাইনি কারণ, সাপ্তাহিক কাজের দিন, সেখানে স্কুল রয়েছে। পুলিশি অনুমতি পাচ্ছিলাম না। আজ আমরা অনুমতি পেয়ে গেছি। আজ রাতে কাজ হবে। ওই জোনটা ইস্ট্র ট্র্যাফিক গার্ডের অধীনে। ১০ দিন নয়, তিনদিন হয়েছে।