নিজস্ব সংবাদদাতা: রাজাদের আরাধ্য দেবতা মদনমোহনের পায়ে আবির দিয়ে দোল উৎসব শুরু হয় কোচবিহারে । শুক্রবার সকাল থেকেই ভক্তদের ভিড় জমতে থাকে মন্দির প্রাঙ্গণে। প্রথা মেনে কোচবিহারের বাসিন্দারা আগে মদনমোহনের পায়ে আবির দেন । তারপর নিজেরা দোল উৎসবে মেতে ওঠেন । এদিনও তার অন্যথা হয়নি ৷ দোল উৎসব উপলক্ষে ভক্তদের সুবিধার্থে মদনমোহনকে মূল মন্দিরের বাইরে নিয়ে আসা হয় ।