নিজস্ব সংবাদদাতা: আজ কলকাতার রেড রোডে ঈদের নামাজ পাঠ উপলক্ষ্যে হাজির হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বক্তব্য রাখতে গিয়ে তাঁর মুখে উঠে আসে এনআইএ প্রসঙ্গ। আর তা বলতে গিয়েই এদিন মুখ্যমন্ত্রী বলেন, “যদি কেউ দাঙ্গা করতে আসে, তাহলে আপনাদের সকলের চুপ থাকা উচিত। মাথা ঠান্ডা রাখা উচিত সকলের। যদি বিস্ফোরণ হয়, তাহলে বিজেপি সবাইকে গ্রেপ্তার করতে এনআইএ পাঠায়। তারা এসে গ্রেপ্তার করতে থাকে সবাইকে। এই ভাবে গ্রেপ্তার হতে থাকলে একটা সময় দেশ শূন্য হয়ে যাবে। আমরা চাই একটি সুন্দর আকাশ; যে আকাশের তলায় সবাই একসাথে বসবাস করবে”।