নিজস্ব সংবাদদাতা: উৎসবের মরশুমে হানা দিয়েছে ডানা। প্রতিবছর অক্টোবর মাসে সাগরের সৃষ্টি হয় ঘূর্ণিঝড় এবারেও তার ব্যাতিক্রম নয়। সাগরদ্বীপ এবং দীঘায় প্রবল জলোচ্ছ্বাস থাকলেও তেমন ক্ষয়ক্ষতি হয়নি বললেই চলে। দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাতে জনজীবন হয়েছে বিপর্যস্ত। আবার উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এই দুর্যোগ পরিস্থিতিতে এবার নতুন চিন্তার ভাঁজ মুখ্যমন্ত্রীর কপালে।
শুক্রবার ঘূর্ণিঝড় নিয়ে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি বলেন, “পুলিশ এমনিতেই বিশেষ নজরদারি চালাচ্ছে। কিন্তু আরও দৃঢ়তার সাথে করতে হবে সেটি। লাগাতার বৃষ্টিতে যাতে কোনরকম বিপদ না হয় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন প্রশাসনকে”।
একই সাথে তিনি সতর্ক করেছেন অশান্তি নিয়ে। বিশেষ করে রাজ্য পুলিশ এবং গোয়েন্দাদের সতর্ক থাকতে বলেছেন মমতা। “সামনে কালীপুজো, জগদ্ধাত্রী পূজা, ছট পূজা রয়েছে। এই সময় বিক্ষুব্ধরা নানান নাশকতামূলক কার্যকলাপ ঘটাতে পারে” বলেই ধারণা করেছেন মুখ্যমন্ত্রী। তাই এদিন তিনি বিশেষভাবে সতর্ক করেছেন প্রশাসনের আধিকারিকদের।
তাঁর কথায়, “কালীপুজোতে যেন কেউ দুষ্টুমি না করতে পারে। কমিউন্যাল রায়োটসের প্ল্যানিং চলছে, পুলিশকে আরও সক্রিয় হতে হবে। ইন্টেলিজ্যান্স স্ট্রঙ্গ করতে হবে। কিছু কিছু দুষ্টু লোক আছে। ওঁদের আমি রাজনৈতিক নেতা বলি না। ওঁদের মাথায় মরুভূমি রয়েছে। পুলিশকে বলবো আরও স্ট্রং হতে হবে। বর্ডারটাও পুলিশকে নজর রাখতে হবে। এই সময় গুলো দুষ্টু লোকেরা সুযোগ নেই”।