BREAKING: 'নিজে আইনজীবী ছিলাম...বলেছিলাম ফাঁসি চাই'! ফের বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা

কোন প্রসঙ্গে করলেন এই দাবি?

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা: মালদা থেকে বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, "আর জি কর কেসে বলেছিলাম ফাঁসি চাই। কেউ দানবিক পাশবিক হলে সমাজ কি মানবিক হতে পারে? যাবজ্জীবন কেসে প্যারোলে বেরিয়ে যায়। অপরাজিতা বিলে তাই মৃত্যুদণ্ড রাখা হয়েছে। অপরাজিতা বিল ফেলে রেখেছে কেন্দ্র। আমি নিজে আইনজীবী ছিলাম, আইন নিয়ে পড়েছি। আইন আমি একটু একটু হলেও বুঝি। এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়? আমি মনে করি এটা বিরল স্পর্শকাতর জঘন্য অপরাধ। অপরাধ করে বেঁচে গেলে আবার অপরাধ করবে"।