নিজস্ব সংবাদদাতা: ঝাড়গ্রাম সফরে থাকাকালীনই মুখ্যমন্ত্রী খবর পেয়েছিলেন আরজি করের হাড়হিম করা মহিলা চিকিৎসকের হত্যার কথা। সেই সময় অবশ্য জানতেন না যে ওই মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। পরে যখন মুখ্যমন্ত্রী সেই বিষয়টি জানতে পারেন, তিনি ঘটনায় তীব্র ধিক্কার প্রকাশ করেন। এমনকি অভিযুক্তের ফাঁসির সাজা পর্যন্ত চান রাজ্যের প্রশাসনিক প্রধান। তখনই তিনি বলেছিলেন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন।
File Picture
আজ কথা রাখলেন মুখ্যমন্ত্রী। নির্যাতিতার বাড়িতে আজ গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁর মা-বাবার সাথে কথা বলেন তিনি। তাঁদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী।