নিজস্ব সংবাদদাতা: অনুপ্রবেশকারীদের নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্ন সভাঘরে তিনি বলেন, "ইসলামপুর, সিতাই, চোপড়া দিয়ে লোকটা ঢোকাচ্ছে বিএসএফ, খবর আছে। বিএসএফ অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকাচ্ছে। মহিলাদের উপর অত্যাচার করছে বিএসএফ। সীমান্ত দিয়ে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে। সীমান্ত পেরিয়ে এসে খুন করে চলে যাচ্ছে। বিএসএফের ভেতরের অনেকে এর সঙ্গে জড়িত। এর সঙ্গে কেন্দ্রের একটা অংশের যোগ আছে। এর পেছনে কেন্দ্রীয় সরকারের ব্লু প্রিন্ট আছে। অনেক সৎ পুলিশ অফিসার আছে যারা খেটে খায়। তাদের দিকে নজর দেওয়া হয় না। এক্ষেত্রে লবি চলে। যে কাজের লোক হবে, তাকে নিতে হবে। কোনও লবি চলবে না। অনুপ্রবেশ নিয়ে একাধিকবার কেন্দ্রীয় সরকারকে বলেছি। আমি চাই ওপারে এপারে দুপারেই শান্তি থাক। জেলার আইনশৃঙ্খলা এসপিদের ওপর নির্ভরশীল। ডিএম এসপিদের কাজে আরও সক্রিয় হতে হবে। পুলিশে লবি বন্ধ করতে হবে"।