পাঠ্যক্রমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স! বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা

আর কি দাবি করলেন তিনি?

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
Mamata

নিজস্ব সংবাদদাতা: আজ ছাত্র সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখতে গিয়ে পড়ুয়াদের জন্য গৃহীত, রাজ্য সরকারের নানান প্রকল্প গুলির কথা আরও একবার তুলে ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কন্যাশ্রী, যুবশ্রী, আর স্মার্ট কার্ডের মতো প্রকল্পগুলি কিভাবে ছাত্র সমাজকে নতুন নতুন সুযোগ সুবিধা পেতে সাহায্য করছে সেই বিষয়টি তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট আর উৎকর্ষ বাংলার মাধ্যমে কিভাবে রাজ্যে চাকরির ক্ষেত্রে জোয়ার আসছে সেই বিষয়টিও তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন যে উৎকর্ষ বাংলার মাধ্যমে প্রায় ১০ লক্ষ চাকরি দেওয়া হয়েছে। এছাড়াও কারিগরি শিক্ষায় প্রশিক্ষিতরাও প্রচুর চাকরি পেয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি ভবিষ্যতের চাকরির বাজারে প্রাধান্য পেতে পাঠ্যক্রমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে অন্তর্ভুক্ত করার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।