জ্যোতিপ্রিয় মল্লিক...ছাঁটাই করে দিলেন মমতা?

রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্ট হওয়ার পর গতকাল রাজ্যের মন্ত্রিসভার বৈঠক হয়। সেখানে নতুন সিদ্ধান্ত নেওয়া হয় জ্যোতিপ্রিয় মল্লিক না থাকার কারণে।

author-image
Anusmita Bhattacharya
New Update
jyotimamata

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: গ্রেফতার হলেও পদের উপর প্রভাব পড়ল না। মন্ত্রী পদেই আপাতত থাকছেন রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত রাজ্যের বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বুধবার মন্ত্রিসভার বৈঠকে জ্যোতিপ্রিয়র দফতর নিয়ে কোনও আলোচনা করা হয়নি। আর তার থেকেই অনুমান করা হচ্ছে যে আপাতত মন্ত্রী পদে জ্যোতিপ্রিয় মল্লিকই থাকছেন। জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পর থেকে বন দফতরের দায়িত্ব ওই দফতরেরই প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা পালন করছিলেন। জ্যোতিপ্রিয়র দফতর অন্য কাউকে বণ্টন না করায় আপাতত বীরবাহা হাঁসদাই দেখভাল করবেন বলে জানা গেছে।

পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর তাঁকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বালুর ক্ষেত্রে এমন হল না। মুখ্যমন্ত্রী এদিন মন্ত্রিসভার বৈঠকে বনমন্ত্রীর হয়ে নাকি বলেন, 'বালুকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে'। পাশাপাশি এদিন ইডি-সিবিআইয়ের তত্‍পরতা নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। এর থেকেই বোঝা যাচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পূর্ণ পাশে রয়েছে দল। জ্যোতিপ্রিয় মল্লিকের পদ যেমন কেড়ে নেওয়া হয়নি ঠিক তেমনই উত্তর ২৪ পরগনা জেলার সভাপতির পদ থেকেও সরানো হয়নি তাঁকে। তবে যেহেতু সামনেই লোকসভা ভোট, তাই যে যে সাংগঠনিক দায়িত্ব জ্যোতিপ্রিয় মল্লিক পালন করছিলেন, সেই দায়িত্বগুলি উত্তর ২৪ পরগনারই অন্য মন্ত্রীদের দিয়ে দেওয়া হল। সুজিত বসু, রথীন ঘোষ, পার্থ ভৌমিকরা বাড়তি সাংগঠনিক দায়িত্ব পেতে পারেন বলে জানা গেছে। বুধবার আবার বিস্ফোরক মন্তব্য করেছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সিজিও থেকে বেরিয়ে গাড়িতে ওঠার আগে তাঁকে অভিষেককে ফের ইডির তলব করা নিয়ে প্রশ্ন করা হলে তার উত্তরে বলেন, 'কোন বন্দ্যোপাধ্যায়?' তারপরই প্রশ্ন করেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? আমাদের নেতা?' তারপর নিজের ব্যাপারে জ্যোতিপ্রিয় বলেন, 'আপনাদের একটা কথা বলি শুনুন। আমি সমস্ত ব্যাপারে নির্দোষ, এটা জেনে নিন। ১৩ তারিখ আমাকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে। সেখানে বুঝতে পারবেন আমি অত্যন্ত ক্লিয়ার'।