নিজস্ব সংবাদদাতা: বাংলা ছাত্রদের ঋণের ব্যবস্থা করে দিতে সরকার যে যত্নশীল সেটা বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন যে দুয়ারে সরকারে আবেদন জানিয়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অনুমোদন পাওয়া যাবে। তবে ব্যাঙ্কে ঐ ক্রেডিট কার্ড নিয়ে যাওয়ার পর তারা ঋণের টাকা নাকি দিতে চাইছে না। মুখ্যমন্ত্রী মমতা জেলাশাসকদের নির্দেশ দিলেন যে ব্যাঙ্কের সঙ্গে কথা বলতে হবে। তারপর কেস ধরে ধরে নিষ্পত্তি করার বন্দোবস্ত করতে বললেন।