নিজস্ব সংবাদদাতা: কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা অবিচ্ছিন্ন রাখতে দক্ষিণেশ্বরে প্লাটফর্ম সম্প্রসারণ করতে হবে। প্ল্যাটফর্ম সম্প্রসারণের জমি চেয়ে ইতিমধ্যেই রাজ্যের দ্বারস্থ হয় মেট্রো কর্তৃপক্ষ। এবার দাবি, ভাঙতে হবে স্কাইওয়াকের একাংশ। এই নিয়ে ক্ষুব্ধ হন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। 'মেট্রো চিঠি দিয়ে দক্ষিণেশ্বর স্কাইওয়াকের জায়গা বদলাতে বলেছে। দক্ষিণেশ্বর স্কাইওয়াক আমার হৃদয়ে মণিমুক্তোর মত। আমার রক্ত থাকতে দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙতে দেব না। অনেক কষ্টে দক্ষিণেশ্বর স্কাইওয়াক করেছি। মেট্রোর প্রতিটি প্রকল্প আমার করা', নবান্নে সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।