BREAKING: এর চেয়ে মৃত্যু ভাল...পদত্যাগ করব- সোজা বলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা!

আর কি দাবি করলেন তিনি?

author-image
Anusmita Bhattacharya
New Update
1716651192_mamata-4

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা:সন্ত্রাসবাদ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। আজ বিধানসভায় বক্তৃতা দিতে গিয়ে তাকে পাল্টা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "যিনি হিন্দু ধর্মের কথা বলছেন আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তার কাছ থেকেই শিক্ষা। আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি, মুসলিম লীগ করি। অভিযোগ করা হচ্ছে আমার সঙ্গে নাকি জঙ্গির যোগ আছে। আমাকে জঙ্গি নেতা বলেছেন, প্রধানমন্ত্রীকে চিঠি দেব। না জেনেই বলে দেওয়া হচ্ছে আমি টেররিস্ট। এর চেয়ে মৃত্যু ভাল। আমি আছি বলে বাংলা বাংলাদেশ হয়ে যায়নি। দেশের স্বার্থে আমরা কখনো কিছু বলি না তাই বাংলা ভালো থাকে। বিরোধী দলনেতা যা বলেছেন প্রমাণ করলে পদত্যাগ করব"।