নিজস্ব সংবাদদাতা: বাংলায় নাগরিকত্ব সংশোধনী আইন চালু হবে বলে কোচবিহারের সভা থেকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিকত্ব সংশোধনী আইনে পুরোহিতের শংসাপত্র নিয়ে খবর প্রকাশিত হয়েছিল।
তা নিয়ে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বলেন, 'ভোটের আগে ক্যা ক্যা করছে। বলছে পুরোহিত লিখে দিলেই হবে। কোন আইনে আছে? মিথ্যে বলার আর মানুষকে বোকা বানানোর একটা সীমা আছে। পুরোহিত পুজো করেন তিনি কি করে জানবেন? বাবা-মা বাংলাদেশের। তাদের জন্ম সার্টিফিকেট নিয়ে আসতে হবে'।