বলেন সোনাদানা পেলে লোকে খুশি হয়
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সোনাদানা পেলে লোকে খুশি হয়। কিন্তু সোনাদানা তো লোকে খেতে পারে না। আর সোনাদানা রাখবেন কী, বাবাআআআ...। ওই ইঁদুর – চামচিকিরা যে ভাবে ঘুরে বেড়াচ্ছে আপনার অর্জিত পয়সা সব লুঠ করে নিয়ে যাবে। আর লুঠ করে নেওয়ার পরে সিজার লিস্টও পাবেন না। আমি আমার চিফ সেক্রেটারিকে বলব, রামপুরহাটের বগটুইয়ে যে ঘটনা ঘটেছিল। আমি তো সবাইকে চাকরি আর টাকা দিয়ে দিয়েছি। তাছাড়া তাদের ঘরবাড়ি থেকে যে জিনিসগুলো নিয়ে আসা হয়েছিল। যে টাকা পয়সাগুলো নিয়ে আসা হয়েছিল। সিজার লিস্ট দেওয়া হয়নি। তাদের টাকাগুলো উদ্ধার হয়েছে কি? চিটফান্ডের নাম করে অনেক লোককে গ্রেফতার করেছেন। করতেই পারেন। চিটফান্ডকে আমরা কেউ সাপোর্ট করি না। কিন্তু মানুষের টাকা ফেরত দিলেন কোথায়? ১২ সালে আমরাই প্রথম গ্রেফতার করেছিলাম সারদার মালিককে। আমরা তো ২০০ কোটি টাকা দিয়েছিলাম সাধারণ মানুষকে। আপনারা তো ওদের সব সম্পত্তি নিয়ে নিলেন। সেগুলো বেচে গরিব মানুষকে তার টাকা ফেরত দিয়েছেন কি আজ পর্যন্ত’?