নিজস্ব সংবাদদাতা: গতকাল প্রতিবেশী রাজ্য ওড়িশায় একটি ভয়ানক বাস দুর্ঘটনা ঘটেছে যেখানে পশ্চিমবঙ্গের অনেকেই মৃত এবং আহত হয়েছে। এই ঘটনার পর বিশেষ বার্তা প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি এও তথ্য দেন যে উদ্ধারকার্যে প্রশাসন সম্পূর্ণ হাত লাগিয়েছে।
X হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা লেখেন, 'গত রাতে ওড়িশার জাজপুর জেলায় একটি মর্মান্তিক বাস দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রীর মৃত্যু ও আহত হওয়ার খবরে দুঃখিত। পশ্চিমবঙ্গ প্রশাসন প্রথম থেকেই উদ্ধার ও সহায়তা কার্যে রয়েছে। বাসটি আমাদের রাজ্যের জন্য আবদ্ধ ছিল এবং কয়েকজন নিহত এবং অনেক আহত হয়েছে। পশ্চিমবঙ্গ উদ্ধারকার্যে সহায়তার জন্য ওড়িশায় ঘটনাস্থলে কর্মকর্তা, উপকরণ, অ্যাম্বুলেন্স ইত্যাদি পাঠাচ্ছে। উদ্ধারকৃত যাত্রীদের ফিরিয়ে আনতে যানবাহন পাঠানো হয়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজে শয্যা সংরক্ষিত করা হয়েছে। নিয়ম অনুযায়ী মৃত ও আহতদের স্বজনদের ক্ষতিপূরণ দেওয়া হবে। রাজ্য প্রশাসন, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলার আধিকারিকরা ত্রাণ সহায়তায় সম্পূর্ণভাবে তৎপর আছেন। পূর্ব মেদিনীপুরের ক্ষতিগ্রস্ত ভাই ও বোনদের প্রতি আমার সমবেদনা'।