নিজস্ব সংবাদদাতা: সিএএ নিয়ে হাবড়ার প্রশাসনিক সভা থেকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন এটা 'বিজেপির লুডু খেলা'। 'অশান্তি পাকানোর চেষ্টা বিজেপির, সাবধান থাকতে হবে', মঞ্চ থেকে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা।
/anm-bengali/media/media_files/6gQVVhpdnBVm8dlBZAqH.webp)
এছাড়াও নাগরিকত্ব সংশোধনী আইন বৈধ কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা। সকলকে সাবধান করে জানিয়ে দিলেন যে যে মুহূর্তে কেউ নাগরিকত্বের জন্য আবেদন করবে তখনই তার নাগরিকত্ব বাতিল করে দিয়ে তাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে। এটা এনআরসির সঙ্গে যুক্ত বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা।]
/anm-bengali/media/media_files/jq4T4k7EaPrky2qYTxKz.jpg)
/anm-bengali/media/post_attachments/37315a28b41d759f2c87555b0e72079061957965d23ef0bf986dcdc99b7fd966.webp)
/anm-bengali/media/post_attachments/da83cb8da37b2cb7352d7b3e2ad65075d551f156d89de61d1f998af11ff27860.jpeg)
/anm-bengali/media/post_attachments/802e18e359e50c5200dc9f5c713a90f11a9011fc165a4e001663254cdf71672c.jpeg)