এবার ছটপুজো নিয়ে গান বাঁধলেন মুখ্যমন্ত্রী! শোনেননি তো? এখনই ক্লিক করুন

গান লিখলেন নিজেই।

author-image
Anusmita Bhattacharya
New Update
Mamata Banerjee

নিজস্ব সংবাদদাতা: বুধবার পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে গিয়ে ঘোষনা করেন মুখ্যমন্ত্রী যে দুর্গাপুজো, কালিপুজোর মতো ছটপুজোর জন্যও তিনি গান লিখেছেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার অন্যথা হল না। বৃহস্পতিবার সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেন সেই গান তিনি। সকাল থেকেই বাজে কদম তলা, দই ঘাট , জাজেস ঘাট, বাজছে তার লেখা সেই গান।

প্রতিবছর কলকাতায় জগদ্ধাত্রী ও ছটপুজোর আগে ছটঘাট পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। জগদ্ধাত্রী পুজোর সঙ্গে অবাঙালিদের ছটপুজোও একই গুরুত্ব রাখে এই বাংলায়। এই জোড়া উৎসব নিয়ে মুখ্যমন্ত্রী সকলকে শুভেচ্ছা জানান। এবার তিনি বলেন, 'জগদ্ধাত্রী হলেন জগতের মা। মায়ের একাধিক রূপ। কালই ছট পুজো আছে। আমাদের এখানে ছট পুজোয় সরকার দু'দিন ছুটি দেয়। আপনারা আস্তে আস্তে ঘাটে যাবেন। তাড়াহুড়ো করবেন না। কারণ জলে পুজো হয়। তাই সাবধানতা বজায় রাখবেন'। 

মুখ্যমন্ত্রী এও বলেন, 'ছট পূজা আমাদের প্রকৃতি ও ছট মাইয়াদের প্রতি গভীর কৃতজ্ঞতা, ভক্তি ও অটুট বিশ্বাসের উৎসব। এই পবিত্র উৎসবে সকল ভক্তদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই যারা সারাদিন উপবাস করে সকাল-সন্ধ্যা অর্ঘ্য নিবেদন করে তাদের বিশ্বাস প্রকাশ করছেন। এই বছর, ভক্তি এবং বিশ্বাসের এই পবিত্র উপলক্ষ্যে, আমি আপনাদের সকলের জন্য একটি বিনীত প্রচেষ্টা করেছি - একটি গান, বিশেষভাবে লেখা এবং সুর করা'।