নিজস্ব সংবাদদাতা : একদিকে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন, অন্যদিকে, লোকসভা নির্বাচন-জোড়া নির্বাচনকেই পাখির চোখ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েতের আগে চলছে নবজোয়ার যাত্রা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জেলায় জেলায় জনসংযোগ দৃঢ় করছে তৃণমূল। এদিকে, আগামী ২৭ মে দিল্লিতে নীতি আয়োগের বৈঠক রয়েছে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে এবার সশরীরে হাজির হতে পারেন তিনি। চলতি মাসের শেষের দিকে তার দিল্লি যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কোভিডের সময়ে নীতি আয়োগের বৈঠক হলেও তা হয় ভার্চুয়ালি। আবার চলতি মাসের বৈঠকই সম্ভবত লোকসভা ভোটের আগে পরিচালন পরিষদের শেষ বৈঠক হতে চলেছে। পূর্বে বেশ কয়েকবার মিটিং এড়িয়ে গেলেও ২০২২ সালের অগাস্টে দিল্লির বৈঠকে যোগ দেন মমতা। ফলে এবছরেও তিনি যাবেন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। পাশাপাশি, বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে এবার কোনো বৈঠক হতে চলেছে কিনা সে প্রশ্নও রয়ে যাচ্ছে।
নীতি আয়োগের বৈঠকে যোগ দিলে ধর্মতলায় কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর ধর্না অবস্থানের পর এটাই হবে প্রথম দিল্লি সফর। লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগামীতে কী মাস্টার স্ট্রোক দিতে চলেছে তৃণমূল, সেটাও দেখার।