নিজস্ব সংবাদদাতা: ওয়ান নেশন, ওয়ান ইলেকশন চালু করতে তৎপর কেন্দ্রীয় সরকার। যদিও একাধিক বিরোধী রাজনৈতিক দল এই ইস্যুতে তাদের আপত্তি জানিয়েছে। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে মাথায় রেখে এই বিশেষ একটা কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটির বৈঠকে যোগ দিতে আজ দিল্লি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে তাঁর আপত্তির কথা জানিয়েছেন। তবে আজ যাবেন তিনি দিল্লি বৈঠকে যোগ দিতে। এই ইস্যু নিয়েই তিনি বক্তব্য পেশ করবেন বলে জানা গেছে।